যশোরের বাঘারপাড়ায় বর্ষীয়ান আলেমে দ্বীন বহু মাদারাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফ উদ্দিন মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না আলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বুধবার দুপুর ২ টার দিকে দয়ারামপুর সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রাম নারিকেলবাড়ীয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়,মাওলানা আশরাফ উদ্দিন বেশ কয়েকদিন ধরে হৃদ রোগে ভুগছিলেন। প্রথমে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্ষীয়ান এই আলেম শত শত আলেমের শিক্ষক ছিলেন। তিনি তার প্রতিষ্ঠিত মাদরাসা দয়ারামপুর সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ছিলেন। এ মাদরাসা থেকে তিনি অবসরে যান। মাওলানা আশরাফ উদ্দিনের পিতা মরহুম হাজী আব্দুর রহিম সাহেব ও দয়ারামপুরের পীর ছিলেন।
তার ইন্তেকালের খবরে বাঘারপাড়ার আলেম সমাজসহ বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসে মরহুমের বাড়িতে। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।