মন যেতে চাই ফকির ওলির মাজারে

জিন্দা মানুষ বসত ঘরে মেলে না
বেঁচে থাকার আশার আলো
মৃত্যু কবর মধ্যে শয়ন মানুষের
মাজারে গিয়ে লাগে ভালো

আদেশ বহাল জিন্দা মানুষ দ্বারে
সহায় মানুষের আনাগোনা দিন ভরে
শান্তনা মেলে না হতো দরিদ্রের
বেঁচে থাকা আপন বসত ঘরে
নবী ও রাসুল (সাঃ) ছিলেন যতজন এ মাখ্লাকাতে
তাদের ছিল আদর ভালোবাসা

গ্রোত্র দন্ধ বিভেদ রইত না মনে
কেহ হতাশায় হত না নিরাশা
হতো দরিদ্র মানুষ অসহায় সমাজে
ছুটছে নিন্দ্রা শয়ন মাজার ধারে
সাত্ত্বনা পায় গিয়ে সেথায়
আপন সংসারে বসত করে
এখানে প্রয়োজন হয় না, নজর আনা সামগ্রী
থাকে না হতাশ নিরাশা

মনপবিত্র ও বিশ্বাসী হলে
জিয়ারতে মিলবে শান্তি আসা
চির নিন্দ্রায় শায়িত গ্রাম সদ্যুলপুর বাঘারপাড়া
সাধক দড়া ফকির ওলির মাজারে
প্রত্যয় আগত ভক্তবৃন্দের আনাগোনা
আসছে ভক্তগণেরা আশা করে

ব্যতিক্রম আচারণ বুলি শোনা যায় সেথায়
বলছে দিন ভিখারী ভিক্ষা করত দ্বারে দ্বারে
মৃত্যুর পর এমন মানুষের মুল্য
থাকে না আত্মা কবর ও মাজারে

সুমহান আল্লাহ তায়ালার ভক্তি বিশ্বাসে মিলবে শান্তনা
আদেশ লিখন পবিত্র কোআনারে ভিতর
ঈমানদার মোমিন সাধক, ফকির ওলির
মৃত আত্মা মরণের পরও, রয় চিরতরে অমর।