বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিষ্ট আ’লীগ জনগণের শান্তিকে নির্বাসনে পাঠিয়ে দেশের দন্ডমুন্ডের মালিক হতে চেয়েছিলো, আল্লাহ তাদের নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। বিগত সাড়ে ১৫ বছর জনগণের শান্তি ছিল নির্বাসনে।
তিনি আরো বলেন স্বাধীনতার ৫৪ বছরে আমরা শান্তির দেখা পেলাম না। তিনি আরো বলেন আমরা যদি ক্ষমতায় যায় তবে দেশের মালিক হবো না, বরং জনগনের সেবক হবো। তিনি বলেন, দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই নির্বাচন কেন্দ্রিক সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হোন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তরুণ-যুব সমাজ চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও পেশীশক্তিমুক্ত নতুন দেশ চায়। আমরাও সাম্যের বাংলাদেশ চাই। এই প্রজন্ম বুকের রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। প্রয়োজনে আমরাও রক্ত দিয়ে হলেও এই স্বাধীনতা ধরে রাখব ইনশাআল্লাহ।