“জয় কিংবা পরাজয় খেলাই শেষ কথা নয়, খেলোয়াড়দের মানসিকতাই আসল” এ শ্লোগানে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর ক্রিকেট একাদশ ও পন্নাতলা বাজার ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। কেশবপুর ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে ১৪৯ রান করে।
পওে পন্নাতলা বাজার ক্রিকেট একাদশ ১৫০ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ১১ ওভারে ৯৩ রান করে অল-আউট হয়। এরি ফলে ৫৭ রানের বিরাট জয়ে চ্যাম্পিয়ন হয় কেশবপুর ক্রিকেট একাদশ। শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে ইতালি প্রবাসী ও সমাজসেবক মোহাম্মদ রিন্টু মিয়া এ টুর্নামেন্টের আয়োজন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বসির আহাম্মেদ। পরে খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি অতিথি সাংবাদিক বসির আহাম্মেদ, ইতালি প্রবাসী ও সমাজসেবক মোহাম্মদ রিন্টু মিয়া ও বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন মিয়া চ্যাম্পিয়ন দল কেশবপুর ক্রিকেট একাদশের হাতে পুরষ্কার তুলে দেন। সেসময় খেলায় রানার্সআপ দল পন্নাতলা বাজার ক্রিকেট একাদশের হাতেও পুরষ্কার তুলে দেয়া হয়। খেলায় ৫ উইকেট ও ২১ রান করায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান চ্যাম্পিয়ন দলের খেলোয়ার শান্ত রহমান। পুরষ্কার বিতরণীতে দুই দলের সকল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এলাকার শত শত মানুষ খেলাটি উপভোগ করেন।