যশোর প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বৈষম্য বিরোধী সনাতন সমাজ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক বাবু মৃণাল কান্তির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন ঘোষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সদস্য সচিব অখিল চক্রবর্তী, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর নাগরিক অধিকার আন্দোলনের সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান, যশোর ব্যঞ্জন থিয়েটরের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, অধ্যাপক আবুল কাশেম এবং সাবেক কৃষি ব্যাংকের এজিএম মিলন নন্দী।
লিখিত বক্তব্যে সদস্য সচিব অখিল চক্রবর্তী দাবি জানিয়েছেন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন। ৫আগস্টের পরে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের ব্যানার ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। আগামী সাত দিনের মধ্যে মুড়লীর জোড়া শিব মন্দিরের চাবি হস্থান্তর, নীলগঞ্জ মহাশ্মশান ও সিদ্ধেশ্বরী কালী মন্দির দখলমুক্ত করাসহ শীর্ষ নেতৃবৃন্দের নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে সংবাদ সম্মেলনটি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি প্রশাসনের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উল্লেখ করেন।