যশোর নগর বিএনপি ও ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

jessore bnp map

একদিনে এক হাজার তিনশ’ ৭৩রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(ড্যাব) যশোর শাখা। শনিবার দিনব্যাপী নগর বিএনপির উদ্যোগে শহরের ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে এ ক্যাম্প পরিচালনা করা হয়। একই সাথে ক্যাম্পে আগত দুস্থ দু’জন রোগীকে বিনামূল্যে অপারেশন করায় ঘোষণা করা হয়। সকালে চলমান ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, সদস্য সচিব সাবেরুল হক সাবু, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার এসএম শহিদুল হক রাহাত।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, ড্যাব নেতা ডাক্তার উবায়দুল কাদির উজ্জ্বল, ডাক্তার আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডাক্তার হাফিজুর রহমান, ডাক্তার আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ডাক্তার মনিরুজ্জামান, ডাক্তার আব্দুল কাদের, ডাক্তার এসএম শাহাবুল করিম, ডাক্তার আ ন ম বজলুর রশিদ টুলু, ডাক্তার তমিজ উদ্দিন শেখ, ডাক্তার ইখলাস, ডাক্তার শারমিন নাহার পলি, ডাক্তার তাহরিমা খানম তানিয়া, ডাক্তার তানভীর হায়দার তমাল, ডাক্তার শাকির আহমেদ শুভ্র, ডাক্তার দেবাশীষ দত্ত, ডাক্তার মুক্তাদির বিল্লা, ডাক্তার প্যারিস, ডাক্তার ইকবাল হোসেন, ডাক্তার জেসমিন সুমাইয়া, অধ্যাপক ডাক্তার হারুন অর রশিদ, ডাক্তার রেজওয়ান, ডাক্তার রিফাত, ডাক্তার জয়, শঙ্কর ডাক্তার নার্গিস আক্তার, ডাক্তার মাজহারুল ইসলাম রিপন।
মেডিকেল ক্যাম্প’দুটি পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন, ডাক্তার ফারুক এহতেশামুল হক পরাগ, ডাক্তার শাহাবুদ্দিন, ডাক্তার এসএম রবিউল আলম, ডাক্তার সালাউদ্দিন স্বপন, ডাক্তার আল মামুন, ডাক্তার ওহিদুজ্জামান আজাদ, ডাক্তার এমএ গোলাম কিবরিয়া, ডাক্তার মাশফিকুর রহমান স্বপন, ডাক্তার বাদশা ও ডাক্তার জামিল।