সাকিব-তামিমদের নিয়ে রূপগঞ্জের দল

বিপিএল শেষ হতেই এখন দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী ৩ মার্চ মাঠে গড়ানোর কথা এই টুর্নামেন্টের। ডিপিএলকে সামনে রেখে এবার শক্তিশালী দল গড়েছে আসরের অন্যতম ফেবারিট লিজেন্ডস অব রূপগঞ্জ।

জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। আলোচনা চলছে আরও কয়েজনের সঙ্গে।

জানা গেছে, পেসার তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, ওপেনার তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটাররা নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে।

এছাড়া জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসানরাও এবার রূপগঞ্জের জার্সি গায়ে চড়াবেন।

আর এখনো আলোচনা চলছে সৌম্য সরকার এবং সাইফ হাসানের সঙ্গে।

এখন পর্যন্ত রূপগঞ্জের হয়ে নাম লেখানো ক্রিকেটাররা হলেন:

তানজিদ হাসান তামিম, তৌফিক খান তুষার, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, টিপু সুলতান, সামিউল বসির রাতুল।