পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শান্তদের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেওয়ার আগেই বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেছিলেন, প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট নয়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে জাতীয় দলের ক্রিকেটাররা যে টুর্নামেন্টে খেলেছেন, সে বিপিএলের প্রস্তুতিকে ‘আদর্শ’ মানতে নারাজ এই কোচ।

কোচের সেই প্রস্তুতির ঘাটতির কথা এবার মাঠের খেলায় ফুটে উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসর শুরুর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে পাকিস্তান শাহিনস বা ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচএ মাঠে নেমেছে বাংলাদেশ।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তানজিম সাকিব (২) ও রিশাদ হোসেন (৩)।

ওপেনার তানজিদ তামিম ৬ রান করে বোল্ড হন। নাজমুল শান্ত ১২ রান করে ক্যাচ দিয়ে ফিরে যান। অন্য ওপেনার সৌম্য সরকার আশা দিলেও ৩৫ রান করে সাজঘরে ফিরে যান। চারে ব্যাটিং করতে নেমে মেহেদী মিরাজ সর্বোচ্চ ৪৪ রান করেন।

সৌম্য ও মিরাজ আউট হওয়ার পর মিডলে মুশফিকুর রহিম ও জাকের আলী হাল ধরতে ব্যর্থ হন। মুশফিক ৭ ও জাকের রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান। পাকিস্তানের হয়ে ওসামা মীর একাই বাংলাদেশের ৭ উইকেট তুলে নিয়েছেন।