মাগুরা সদর উপজেলার মঘী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী হাসনাহেনার অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার মঘী ইউনিয়নের সামনে স্থানীয় জনসাধারণের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
সেসময় ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সেসময় জেলা বিএনপির সদস্য নাজমুল হোসেন লিটন, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন মেরী, ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মহিরুল মন্ডলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, মঘী ইউনিয়নের চেয়ারম্যান পরিষদে বসে বর্তমানে আওয়ামী লীগকে পুর্নবাসিত করার চেষ্টা করছে। বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি মিটিং করছে ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই দ্রুত তাকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়ার দাবী জানান তারা।