যশোরে অভিনব কৌশলে ইজিবাইক চুরি চেষ্টা চক্রের সদস্য গ্রেফতার

jessore atok map

অভিনব কৌশলে ইজিবাইক ভাড়া নিয়ে চালককে জুসের সাথে অচেতন দ্রব্য খাইয়ে ইজি বাইক চুরি করে পালাবার কালে সহযোগী একজনকে চালক কর্তৃক জড়িয়ে ধরে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে চক্রের সদস্য চুন্নু মোল্লাকে ধরে গণধোলাই দিয়েছে। সে নড়াইল জেলার নড়াগাতী উপজেলার ডর বল্লাহাটি বর্তমানে একই উপজেলার পাখিমারা মধ্যপাড়া মাছ ব্যবসায়ী আরী শরীফ এর বাড়ির পাশে মৃত ওহাব মোল্যার ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় গ্রেফতারকৃত ও পলাতক এক জনের বিরুদ্ধে মামলা হয়েছে।বৃহস্পতিবার ১৩ মার্চ সন্ধ্যায় মামলাটি করেন, ইজিবাইক চালক যশোর সদর উপজেলার তোলা নুরপুর (উত্তরপাড়া) গ্রামের আসাদুজ্জামানের ছেলে রাহাত হোসেন।

পলাতক আসামী করেন, ঝিনেদা জেলার শৈলকুপা উপজেলার পাইকপাড়া(৯নং মনোহরপুর) বর্তমানে নড়াইল জেলার নড়াগাতী উপজেলার মাউলী (সুন্দরী খাল ব্রীজ সংলগ্ন শ^শুর বাড়ি স্ত্রী পলি) এর মৃত মান্নান গাজীর ছেলে বাবু।
মামলায় বাদি রাহাত হোসেন উল্লেখ করেন, তিনি প্রতিদিন ৫শ’ টাকা ভাড়ায় নুরপুর গ্রামের মহাসিন আলমের ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত বুধবার ১২ মার্চ বিকাল সাড়ে ৩ টার সময় যশোর শহরতলী পালবাড়ী মোড়ে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাদি অবস্থান করে। তখন চুন্নু মোল্লা ও পলাতক আসামী বাবু বিমান বন্দর ও উপশহর পার্ক এলাকায় ঘুরবে বলে ইফতার পর্যন্ত ৫০০ টাকায় রিজার্ভ করে। ইজিবাইক নিয়ে বিমান বন্দর এলাকায় ঘুরাঘুরি করে ইফতারীর আগে সন্ধ্যা অনুমান ৬ টার সময় ইজিবাইক চালক রাহাতসহ উপশহর পার্কের মেইন গেটের ভিতরে পুকুরের দক্ষিণ পাড়ে মেহেগুনী বাগানের মধ্যে বসার স্থানে অবস্থান করে। ইজিবাইক চালক ও বাবু উক্ত স্থানে বসে থাকে।

চুন্নু মোল্লা ইফতারী আনতে যায়। দ্রুত ইফতারীর মাগরিবের আযানের সময় চুন্নু মোল্লা পার্কের রাস্তার সামনে থেকে আখের রস,প্লাস্টিকের বোতলে ম্যাংগো জুস এবং বিস্কুট নিয়ে আসে। আসার পর আখের রস চুন্নু মোল্লা ও বাবু পান করে। ইজিবাইক চালককেও দেয়। আর ম্যাংগো জুসটা মুটকি খোলা অবস্থায় ইজিবাইক চালক রাহাতকে আগে খেতে দেয়। ওরা বলে তুমি ছোট মানুষ জুসটা তুমি আগে খাও। রাহাত জুসটা খাওয়ার পরে রাহাতের মাথার ভিতরে ঘুরতে থাকে। বাবু ইজিবাইকের চাবি রাহাতের কাছে চায়। তারা বলে তোর গাড়ীটা একটু চালিয়ে দেখি। এই বলে ইজিবাইক চালিয়ে পার্কের রাস্তার সামনে চলে আসে।

চুন্নু মোল্লাও হাটতে হাটতে পার্কের রাস্তার দিকে যায় ইজিবাইক চালকও যায়। এক পর্যায় রাহাত বুঝতে পারে ওরা তার ইজিবাইকটা চুরি করে নিয়ে যাচ্ছে। তখন রাহাত চুন্নু মোল্লাকে জড়িয়ে ধরে ডাক-চিৎকার করতে থাকে। তখন চুন্নু মোল্লা ইজিবাইক চালকের মুখে থাবা মেরে ছুটে যেতে চায়। ইজিবাইক চালকের চিৎকারে আশপাশের লোকজন এসে চুন্নু মোল্লাকে ধরে ফেলে এবং মারধোর শুরু করে। এতে সে আহত হয়। বাবু রাহাতের ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উপশহর পুলিশ ক্যাম্পে খবর দিলে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে ইজিবাইক চোর চক্রের সদস্য চুন্নু মোল্লাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য মতে ইজিবাইক নিয়ে পালিযে যাওয়া বাবুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে পুলিশ জানতে পারে ইজিবাইকের চার্জ শেষ হয়ে যাওয়ায় যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকার একটি তেল পাম্পের অদূরে ফেলে গেছে।

বাবুর দেয়া তথ্য মতে উক্ত স্থান থেকে বাঘারপাড়া উপজেলার আয়াপুর গ্রামের এক বাড়ির সামনে থেকে উদ্ধার করে। পুলিশ জানায়,চুন্নু মোল্লার বিরুদ্ধে যশোর,খুলনা,নড়াইলসহ দেশের বিভিন্ন জেলায় চুরিসহ কমপক্ষে ১২টি মামলা ও পলাতক বাবুর বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে। আটক চুন্নু মোল্লাকে শুক্রবার ১৪ মার্চ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।