মহান আল্লাহ তায়ালা যুগে যুগে মানুষ কল্যাণ লক্ষ্যে নিজ হতে প্রতিনিধি প্রেরণ করেন, মানুষ সমাজ মাঝে- এ মানুষ, নবী রাসুল (সাঃ) তাদের অনুসারী ছাহাবাগণ, তাদের অনুসারী পীর ওলি, আওলিয়া কুতুব, দরবেশ ফকির মানুষগণ।
এ মানুষেরা মানুষ কল্যাণ লক্ষ্যে নিজ জীবন উৎসর্গ করেন, মানুষ বসবাস মাখলুকাত পৃথিবী মাঝে- সদ্যুলপুরের মধ্য মণিতে বাঘারপাড়া থানা জেলা যশোর অধীনে এক সুফি বাদ, আধ্যাত্মি জ্ঞান সাধক, আল্লাহ হতে আত্ম নিবেদিত ফকির ওলি মানুষের আগমণ ঘটে।
এমানুষটি পরিচয় গোপন রেখে মানুষ কল্যাণে মৃত্যুর আগ মুহূর্ত জীবন উৎসর্গ করেন মানুষ কল্যাণ লক্ষ্যে, ফকিরের জীবন ক্ষনে অনেক অলৌকিক কেরামতি ক্ষমতা মাধ্যম মানুষের কল্যাণে নিয়েজিত রেখে এলাকার মানুষের মনের মনি কোঠা স্মরনীয় স্মৃতি ধারণ দ্বারা কালজয়ী ইতিহাস সৃষ্টি করেন।
অবশেষে ফকিরের মৃত্যু পর শরীর, সদ্যুপুরের মধ্যমণিতে মালিকানা জমিতে, রাস্তার ধারে মৃত্যু শরীর চির শয়নে করা হয়।
ফকিরের মৃত্যুর পর, প্রত্যয় দূরদুরান্ত হতে ভক্তবৃন্দ আসেন শ্রদ্ধা অন্তরে দর্গা ও মাজার জেয়ারত করবার লক্ষ্যে।
পবিত্র রমজান শেষে আনন্দ ঈদ আগমন লক্ষ্যে, সদ্যুপুরে চির শয়নে শায়িত থাকা, ফকির ওলির দরগা মাজার উপলক্ষে, গ্রামবাসী, আগত ভক্তবৃন্দ, খাদেম ভক্তগণসহ, ফকির ওলি মৃত আত্মার প্রতি, এমন যে যেখানে শায়িত আছেন তাদের তরে আমার কল্যাণকরণ আন্তরিক দোয়া মোবারকবাদ সালাম জানায়।