যশোরে ন্যাশনাল ডক্টরস ফোরমের ইফতার মাহফিল অনুষ্ঠিত

jessore map

এনডিএফের (ন্যাশনাল ডক্টরস ফোরাম) ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কুরআনের আইন চালু করতে হবে। দেশে কুরআনের আইন চালু না থাকায় সর্বত্র হত্যা, চুরি, ডাকাতি, ধর্ষণ কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারলেই দুনর্ীতিসহ সকল স্তরে সব ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ড বন্ধ করে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে যশোর শহরের সিসিটিএস মিলনায়তনে ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

যশোর মেডিকেল কলেজ ও যশোর জেনারেল হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম কুদ্দুস। এনডিএফের জেলা সভাপতি ডাক্তার শরিফুজ্জামান রঞ্জুর সভাপতিত্বে সেক্রেটারি ডাক্তার আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাক্তার মো. হুসাইন শাফায়াত, জামায়াতের পেশাজীবী থানার আমীর খোন্দকার রশীদুজ্জামান রতন, সেক্রেটারী আবু ফয়সাল, অফিস সেক্রেটারী গাউসুল আযম, সমাজ কল্যাণ সেক্রেটারী রেজোয়ান হোসেন।