জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিকেলে শহরের ক্যাপে ওয়েন্ডিজ চাইনিজ রেস্তোরাঁয় কেক কেটে এ দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য, যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী নিজামদ্দিন অমিত। তিনি বলেন, “৭১-এর চেতনা বিক্রির অপরাজনীতি যেমন বাংলাদেশে মুখ থুবড়ে পড়েছে, তেমনি কেউ যদি ২৪-এর চেতনার অপব্যবহার করতে চায়, সেটিও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। ৭১ ও ২৪-এর চেতনা ধারণ করতে হবে, কিন্তু তা আওয়ামী লীগের মতো কেজি দরে বিক্রি করা যাবে না, কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না।”
তিনি আরও বলেন, “আগামীর স্বাধীন, সার্বভৌম ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের অপরাজনীতি ও ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধ করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপা যশোর জেলা শাখার সহ-সভাপতি সাবিত্রী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, যশোর পৌর ২নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন ববি, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, জাগপার প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ কাজী, শ্রমিক জাগপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া, জাগপা যশোর জেলার নেতা সুরুজ খান, রাজু মোল্লা, সৌরভ বিশ্বাস, রিয়াজ হোসেন, তবিবুর রহমান পৃথিবী, সিফাত শেখ, বিপ্লব দাস, ফয়সাল আহমেদ, আনসারুল ইসলাম, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন টুকু প্রমুখ।