যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলাদী, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কানাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সুধী সমাজ ও কৃষকবৃন্দ।
আলোচনা শেষে আউশ মৌসুমে ১,৫৭০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩৩০ জন পাটচাষীকে ১ কেজি করে পাটের বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।