যশোর শহরের পুলেরহাটে মুক্তেশ্বরী নদীর ওপর গড়ে ওঠা আদ্-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশেষে স্বীকার করেছে, তারা নদী দখল করেই স্থাপনা নির্মাণ করেছে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেয়া নোটিশের পর প্রতিষ্ঠানটি নিজ খরচে সেতু ও সীমানা প্রাচীর সরিয়ে নেওয়ার সম্মতি জানিয়েছে।
পাউবো সূত্রে জানা গেছে, সিএস ম্যাপ অনুযায়ী আদ্-দ্বীন হাসপাতাল নদীর খাস জমিতে প্রায় ৬১ শতক জায়গা দখল করেছে। যাতায়াত সুবিধার জন্য নদীর ওপর কংক্রিটের খুঁটির ওপর লোহার সেতু নির্মাণ করায় নদীটি মৃতপ্রায় অবস্থায় পৌঁছায় এবং শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
আদ্-দ্বীন উইমেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি ২০০৫ সালে নির্মিত হলেও অনুমতি নেওয়া হয়নি, তারা এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির পরিচালক দাবি করেছেন, তারা পূর্বে অন্য জায়গার বিনিময়ে বর্তমান জমি পেয়েছেন এবং জানতেন না এটি খাস জমি। বর্তমানে তারা আইনসম্মত একটি পরিবেশবান্ধব স্থায়ী সেতু নির্মাণের অনুমতিও চেয়েছেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানিয়েছেন, উভয় পক্ষের আলোচনার মাধ্যমে অপসারণ প্রক্রিয়া শুরু হবে এবং যেহেতু আদ্-দ্বীন নিজ খরচে এসব স্থাপনা সরাচ্ছে, তাই পাউবোর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।