কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর সরকারি এম এম কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রদল যশোর সরকারি এম এম কলেজ শাখার আহ্বায়ক হাসান ইমামের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি মো. রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক টিটোন তরফদার ও জাহিদুল রহমান পিল্টুসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা যে নৃশংস হামলা চালিয়ে তাকে হত্যা করেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও জঘন্য। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার দাবি করেন।
বক্তারা আরও বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একসময় যারা ছাত্রদলের মিছিল বা নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাতে দ্বিধা করত না, এখন তারাই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তারে নিস্ক্রিয়। বক্তারা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের নেতারা ও দুইজন নারী শিক্ষার্থী এখনো ধরা-ছোঁয়ার বাইরে, এবং বৈষম্য নামধারী সংগঠনের কোনো নেতা এ বিষয়ে মুখ খোলেননি।
বক্তারা প্রশাসনের উদ্দেশে বলেন, যারা ছাত্রলীগ ও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের গ্রেপ্তার করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদল শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে, কিন্তু ন্যায়বিচারের দাবিতে তারা সোচ্চার থাকবে।