যশোর ২৫০ শয্যা হাসপাতালে দালালদের দৌরাত্ম্য

jessore hospital
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালদের সক্রিয়তা উদ্বেগজনকভাবে বেড়েছে। তারা রোগী ও দর্শনার্থীদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে মোটা অঙ্কের কমিশন আদায় করছে।
স্বেচ্ছাসেবকের ছদ্মবেশে কিছু ব্যক্তি ওয়ার্ড ও বহিঃবিভাগে ঘুরে বেড়িয়ে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
অভিযোগ উঠেছে, এসব দালালের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছেন এবং দালালদের কাজের সুবিধা করে দিচ্ছেন। এভাবে দালালরা প্রতিদিন হাজার হাজার টাকা উপার্জন করছে ।