যশোর বাঘারপাড়ায় ছাত্রলীগ নেতা শাহাজালাল গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহাজালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার উত্তর চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের রতন বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা এক মামলায় শাহাজালাল গ্রেপ্তার হন। গত বছরের ১৯ ডিসেম্বর বাঘারপাড়া থানায় বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নে পদযাত্রা চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহাজালাল ২৭৭ নম্বর আসামি ছিলেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন,‘বিএম শাহাজালাল বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত আসামি। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।