যশোরের শার্শা উপজেলার জেলেপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি। ২মে শুক্রবার ধান্যখোলা বিওপির জেলেপাড়া সীমান্ত এলাকা থেকে টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ধানক্ষেতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত পিস্তল ও গুলির বাজারমূল্য প্রায় ১১,৪০০ টাকা। গুলির গায়ে ‘KF’ খোদাই থাকায় ধারণা করা হচ্ছে, এটি ভারতের পুনে শহরের কিরকি ফ্যাক্টরিতে তৈরি।
বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।