
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগ আগামী ০৮ মে থেকে ১০ মে পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা – ‘এমআইই রোবোলিউশন ১.০’।
রোববার (৪ মে) দুপুরে চুয়েটের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ‘এমআইই রোবোলিউশন ১.০’-এর সভাপতি এবং এমআইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী ও এমআইই বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক মনোয়ার ওয়াদুদ হৃদয়, প্রভাষক সঞ্জীব রায়, প্রভাষক নুসরাত সুলতানা এবং প্রভাষক ইমরান হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় থাকছে একাধিক আকর্ষণীয় ইভেন্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টেক্কাথন (বাস্তবভিত্তিক প্রযুক্তিগত সমস্যা সমাধানে দলগত উদ্ভাবনী প্রতিযোগিতা), রোবো সকার (রোবট দ্বারা পরিচালিত ফুটবল ম্যাচ), লাইন ফলোয়িং রোবট (গতি ও নির্ভুলতাভিত্তিক রোবট রেসিং), ক্যাড কনটেস্ট (মেকানিক্যাল ডিজাইন দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতা), প্রজেক্ট শোকেসিং ও পোস্টার প্রেজেন্টেশন (বাস্তবসম্মত রোবোটিক্স ও মেকাট্রনিক্স প্রকল্পের প্রদর্শনী), ইন্ডাস্ট্রি ৪.০ নিয়ে সেমিনার (দেশসেরা গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণে), বর্ণাঢ্য র্যালি, গেমিং কনটেস্ট ও এমআইই এক্সিবিশন বুথ এবং একটি ক্রিকেট টুর্নামেন্ট।
আগামী ০৮ মে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ। সেমিনারে প্যানেল স্পিকার হিসেবে অংশ নেবেন রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রোকোনুজ্জামান, সিনকসের পরিচালক নাসিক এম আক্কাস, ইক্লেকটিকের সিইও মো. ইব্রাহিম, ট্রান্সকমের প্ল্যান্ট ম্যানেজার শুভদীপ ভট্টাচার্য এবং বিএসআরএমের সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ শহিদুল ইসলাম।
সিএস ল্যাব এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক । অন্যান্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে আইকোনিক, সিনকস, পার্টিকেলস, ওয়াইজেন, ইক্লেকটিক, ম্যাক্রো কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাক্টরি নেক্সট।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই প্রতিযোগিতা প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি করবে এবং তাদের জ্ঞান ও আগ্রহকে আরও উৎসাহিত করবে।