‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন’

টি-টোয়েন্টিতে বেশ কার্যকরী এক ক্রিকেটার শেখ মেহেদী হাসান। ব্যাটে-বলে দলের প্রয়োজনের মুহূর্তে অবদান রাখতে দেখা যায় তাকে। টি-টোয়েন্টি দলের একপ্রকার ‘অটো চয়েজ’ এই ক্রিকেটারকেই অবশেষে এই ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল রোববার (৪ মার্চ) আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করা হয়। এই সিরিজ দুটিতে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাসের ডেপুটি করা হয় মেহেদীকে।

হুট করেই সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে ভালো লাগার অনুভূতি হচ্ছে তার। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘দেশের হয়ে এসব সুযোগ সচরাচর কেউ পায় না। সেদিক থেকে এটা গর্বের জায়গা, তাই ভালো লাগাটা তো আছেই।’

গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর বাড়তি দায়িত্ববোধ কাজ করছে মেহেদীর, ‘এটা তো একটা দায়িত্ব। আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমি বা অন্য কেউ অধিনায়ক হওয়াটা গুরুত্বপূর্ণ না, দলের পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। দেখা যাক কী হয়, সামনে তো অনেক খেলা আছে।’

টি-টোয়েন্টিতে মেহেদীর ক্যারিয়ার বেশ উজ্জ্বল। দেশের হয়ে এখন পর্যন্ত ৫৪ টি-টোয়েন্টি খেলে ওভারপ্রতি ৬.৫৩ গড়ে রান দিয়ে শিকার করেছেন ৪৬ উইকেট। আর ব্যাট হাতে ৩৮ ইনিংসে তার রান করেছেন ৩৬২।