খালেদা জিয়ার আগমন: বিএনপি নেতাদের বিমানবন্দরের ভিআইপি গেটে প্রবেশে বাধা

বিএনপি নেতাদের বিমানবন্দরের ভিআইপি গেটে প্রবেশে বাধাবিমানবন্দরের ভিআইপি গেটে প্রবেশে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় বাড়ছে।

মঙ্গলবার (০৬ মে) সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিমানবন্দরের আশপাশে অবস্থান নিতে শুরু করেন।

তবে বিমানবন্দরের ভিআইপি গেটে প্রবেশ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা অভিযোগ করেছেন, গাড়ির নম্বর ও ব্যক্তিগত তথ্য তালিকায় থাকার কথা থাকলেও তাদের ভিআইপি গেটে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা বলেন, গত রাতেই বিএনপি অফিস থেকে একটি তালিকা পাঠানো হয়েছিল। তবে আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন একটি তালিকা পাঠিয়েছেন, যেটি আগের তালিকাকে বাতিল করে। নতুন তালিকায় অনেকের নাম ও গাড়ির নম্বর বাদ পড়ে গেছে। সে কারণে তাদের প্রবেশে সমস্যা হচ্ছে।

খালেদা জিয়ার আগমনকে ঘিরে বিমানবন্দর এলাকায় এখনো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান দোহা থেকে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে যাত্রা করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপার্সনকে বহনকারী বিশেষ বিমান মঙ্গলবার ভোর ৬টা ৫ মিনিটে দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা করে।

স্বদেশ প্রত্যাবর্তনযাত্রায় খালেদা জিয়ার সঙ্গে আছেন তাঁর বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।