ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে কৃষিতে ব্যবহৃত গ্লোবাল কোম্পানী লিমিটেডের ২৩ কার্টুন ভেজাল পিজিআর নামের ভিটামিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা রোডের নারিকেল হাটের জালাল ট্রেডার্স নামের একটি সার ও কীটনাশক দোকানে অভিযান চালিয়ে ভেজাল পণ্য জব্দ করে উপজেলা কৃষি বিভাগ।
কৃষিতে ব্যবহারের ভেজাল পিজিআর নামের এ ভিটামিনটি দীর্ঘদিন ধান, পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের বৃদ্ধি জন্য ব্যবহার হয়ে আসছে। পরে জব্দকৃত এ ভেজাল পণ্যটি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড সিরাজুস সালেহীনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, কৃষি বিভাগ সারাদেশে ফসলের গ্রোথ ভিটামিন রেগুলেটর বা পিজিআর নামের পন্যের উপর পরীক্ষা চালিয়ে ২০টি ভেজাল পণ্য পেয়েছে। যার মধ্যে গ্লোবাল কোম্পানী লিমিটেডের পিজিআর রয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড সিরাজুস সালেহীনের উপস্থিতিতে শৈলকুপা বাজারে অভিযান চালিয়ে জালাল ট্রেডার্স নামের সার কীটনাশকের দোকান থেকে ২৩ কার্টন ভেজাল পিজিআর জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ১৩৮ বোতল ভেজাল ভিটামিন। পরে জব্দকৃত এ পণ্যগুলো পৌর ভবনের পিছনে গর্তের মধ্যে সম্পূর্ণরুপে ধ্বংস করা হয়।