বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ওপেন স্কুলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ওপেন স্কুলের অধীন(২০২৫-২০২৬) শিক্ষাবর্ষে এইচ এস সি প্রোগ্রামে শিক্ষার্থী বৃদ্ধিকল্পে ধারাবাহিক মত বিনিময় সভার অংশ হিসেবে আজ উপশহর মহিলা ডিগ্রী কলেজ যশোর স্টাডি সেন্টারে অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ ও সমন্বয়কারী জনাব মোঃ সাইদুর রহমান -এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিকল্পে কর্মকৌশলন নির্ধারণ সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি সেখ সোহেল আহমেদ আঞ্চলিক পরিচালক, বাউবি, যশোর।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, বাউবি, যশোর । এছাড়াও অত্র অঞ্চলের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন । সমগ্র মতবিনিময় সভা সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ নজরুল ইসলাম ।