ফেসবুকে ‘অনলাইন লোন সার্ভিস’ পেজে লোন দেওয়ার ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে বিকাশ একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের আরেক সদস্য হৃদয় হাওলাদার (২৭)কে গ্রেপ্তার করেছে পিবিআই যশোর।
পিবিআই সূত্রে জানা যায়,অনলাইন ও স্থানীয় পত্রিকার মাধ্যমে প্রতারণার বিষয়টি পুলিশ সুপার, পিবিআই যশোরের নজরে এলে অনুসন্ধান শুরু করে পিবিআই’র। তদন্তে গত ২৫ মে প্রতারক সৈয়দ আলী আফতাব রিজভী (২১) ও সাইফুল (২২) কে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই যশোর শহরের ধর্মতলা যাত্রীছাউনি এলাকা থেকে হৃদয় হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি স্যামসাং মোবাইল ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে হৃদয় জানায়,তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য, যারা ফেসবুকে লোনের অফার দিয়ে সরল মানুষদের ফাঁদে ফেলে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
গ্রেপ্তারকৃত হৃদয় হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে রয়েছে বলে জানিয়েছেন পিবিআই যশোরের পক্ষ থেকে।