কোচের তালিকাতে নতুন নাম ‘স্টিভ রোডস’!

stivs rodsস্পোর্টস ডেস্ক: চন্দ্রিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর থেকেই প্রধান কোচের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে বিষয়টা এমন ছিল এ বুঝি কোচ চলেই এলেন। মাস গেছে সম্ভাব্য কোচের তালিকাতে নতুন নতুন নামও এসেছে। কিন্তু হেড কোচ হিসেবে কাউকে নিয়োগ দিতে পারেনি বিসিবি। কিছুদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ১৫ই জুনের মধ্যে কোচ নিয়োগ চূড়ান্ত হবে। কিন্তু তারও কোনো হদিস নেই।

উল্টো সম্ভাব্য কোচের তালিকায় যোগ হলো আরো একটি নাম- ‘স্টিভ রোডস’। সবকিছু ঠিক থাকলে দ্রুতই তিনি বাংলাদেশে আসবেন সাক্ষাৎকার দিতে। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী মঙ্গলবার সংবাদ মাধ্যমকে তার আসার বিষয়টি নিশ্চিত করেছেন। এবার হয়তো কোচ সমস্যার সমাধান হচ্ছে এমনই ইঙ্গিতও পাওয়া গেছে।

তিনি বলেন, ‘স্টিভ রোডস আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। আশা করছি আগামী ২-৩ দিনের মধ্যে বোর্ডের সঙ্গে দেখা করবেন। মূলত প্রধান কোচ পদে সাক্ষাৎকারের জন্য তাকে ডাকা হচ্ছে। চূড়ান্ত সাক্ষাৎকার দিতে যখন কেউ আসেন, মৌলিক কিছু ব্যাপারে একমত হয়েই তাকে আনা হয়। সেটা সবার ক্ষেত্রে করেছি। উনার ক্ষেত্রেও করেছি।’

তার আগে ফিল সিমন্সর, রিচার্ড পাইবাস সাক্ষাৎকার দিয়ে গেছেন। কিন্তু তাদের সঙ্গে আলোচনা বেশিদূর এগোয়নি। বিসিবি এবার তাকিয়ে স্টিভ রোডসের দিকে। দুই পক্ষের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ দলের প্রধান কোচ পদের জন্য চূড়ান্ত সাক্ষাৎকার দিতে এই সপ্তাহেই ঢাকায় আসছেন ইংলিশ এই কোচ।

এ বিষয়ে বিসিবির সিইও বলেন, ‘আপনারা অতীতে দেখেছেন পাইবাস, সিমন্স এসেছিলেন। তারই ধারাবাহিকতায় রোডস এসেও নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, তাদের সঙ্গে দেখা করে উনার উপস্থাপনা দেবেন। সেভাবেই তার সঙ্গে কথা হয়ছে। আগামী বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বোর্ড কিভাবে চায় সেটা জানাবে। উনি যেভাবে চান, সেটাও জানাবেন।’

প্রধান কোচ নিয়োগের জন্য বিসিবি পরার্শক হিসেবে নিয়োগ দিয়েছিল গ্যারি কারস্টেনকে। জানা গেছে তারই পরামর্শে রোডসকে প্রধান কোচের জন্য বিবেচনা করছেন বিসিবি। এ বিষয়ে সিইও বলেন, ‘কারস্টেনের সুপারিশ ও বিসিবির তালিকা মিলিয়ে যৌথ প্রচেষ্টায় ডাকা হয়েছে রোডসকে।’

২০০৬ সালে কোচ হিসেবে উষ্টাশায়ারে শুরু হয় তার স্টিভের নতুন অধ্যায়। কোচিং ক্যারিয়ারের সাফল্য ছাড়িয়ে যায় খেলোয়াড়ি জীবনকেও। টানা প্রায় এক যুগ পালন করেছেন ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব। উষ্টাশায়ারের সঙ্গে তার ৩৩ বছরের সম্পর্কে ছেদ পড়েছে গত জানুয়ারিতে অনাকাঙ্ক্ষিতভাবে। তরুণ ক্রিকেটার অ্যালেক্স হপবার্নের ধর্ষণ মামলার কথা দীর্ঘসময় ক্লাব কর্তৃপক্ষকে না জানানোয় বরখাস্ত করা হয় তাকে। তবে বিসিবি তার অভিজ্ঞতাকেই প্রাধান্য দিচ্ছে।

এ বিষয়ে নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা তার অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছি। আগামী বিশ্বকাপ ইংল্যান্ডে হবে, এটাও ছিল বিবেচ্য বিষয়। ইংল্যান্ডের কন্ডিশন বা ওই ধরনের কন্ডিশনের কাউকে যদি দলের সঙ্গে সস্পৃক্ত করা যায়, তাহলে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে।’