দেবিদ্বারে পুলিশের সঙ্গে গোলাগুলিতে যুবক নিহত

comilla mapকুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টায় দেবিদ্বার-চান্দিনা আঞ্চলিক সড়কের ছেচড়াপুকুরিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত সুমন দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের হাবিবুর রহমানের পুত্র।পুলিশের দাবি, নিহত সুমন (৩৫)ডাকাত দলের সদস্য। এ সময় পুলিশ ১টি পাইপগান, ১টি কার্তুজ ও ১৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছে। ওই সময় দেবিদ্বার থানার এসআই আসাদুল ইসলাম, এএসআই ইনতাজ ও কননস্টেবল মনিরুল ইসলাম আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দেবিদ্বার-চান্দিনা আঞ্চলিক সড়কের ছেচড়াপুকুরিয়া নামক স্থানে হানা দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশ পাল্টা গুলি চালালে সুমন (৩৫) নামের ওই ডাকাত গুরুত্র আহত হয়।আহত ওই ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ডাকাত সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে।