কেশবপুরে বুড়ীভদ্রা খালের শতাধিক নেট-পাটা উচ্ছেদ

আব্দুল্লাহ আল ফুয়াদ, (কেশবপুর) যশোর: যশোরের কেশবপুর উপজেলাকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত রাখতে সরকারী নদী ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ নেট-পাটা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে শনিবার বুড়িভদ্রা খালের শতাধিক নেট-পাটা উচ্ছেদ করা হয়েছে।

nodiজনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে বুড়ী ভদ্রা খালের প্রায় শতাধিক পাটা এবং প্রায় দুই শতাধিক কমর এবং অসংখ্য ভাসালী উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান জানান, বর্ষা মৌসুমে কেশবপুর উপজেলাকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে সকল নদী ও খাল দখলমুক্ত করা হচ্ছে। তারই অংশ হিসেবে বুড়িভদ্রা খালের নেট-পাটা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও আরো প্রায় ৫০ টি খাল এবং নদ নদীর এ ধরনের বাধা উচ্ছেদ করতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। নদী ও খালে পানি প্রবাহে বাধা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।