টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসচাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার রাত পৌনে ৯টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় আলাউদ্দিন টেক্সটাইল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে বেশ কিছু এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আজিজুর রহিম তালুকদার জানান, রাতে ভাতকুড়া এলাকায় আলাউদ্দিন টেক্সটাইল মিলের সামনে ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালকসহ আরেক আরোহী মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে ওই অংশের বেশ কিছু এলাকাজুড়ে শত শত যানবাহন আটকা পরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে ও জেলা পুলিশের সহায়তায় রাত ১০টার দিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।