তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ: সমকাল সুহৃদ সমাবেশ, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ শাখার আয়োজনে এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সমকাল সুহৃদ ঈশা খাঁ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইদুর রহমান সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক সমকালের নিজস্ব সংবাদদাতা সাইফুল হক মোল্লা দুলু, সুহৃদ জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান আরিফ, কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, আইন অনুষদের ডীন মোঃ রফিকুল আলম, প্রক্টর রিয়াদ আহমেদ তুষার, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নুরুল আমিন, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মনিশ সরকার, ইংরেজী বিভাগের চেয়ারম্যান আল মুরসালিন স¤্রাট প্রমুখ। সমকাল সুহৃদ সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আল-মঈন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দা বুশরা, সদস্য শাহীন, মাজহারুল ইসলাম তুষার, তন্বী, নাঈম, প্রিয়াংকা, স্মৃতি প্রমুখ।
পরে প্রায় অর্ধশতাধিক এতিম, দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।