গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার (১০জুন) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‌্যাব, বিজিবি, আনসার বিভাগের প্রধান, জেল সুপারসহ অন্যান্য আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

gb newsজেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ আব্দুস শাকুর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম সিদ্দিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা এতে আলোচনা করেন। আইন শৃঙ্খলা কমিটির সভায় সদস্যরা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শহরে যানজট নিয়ন্ত্রন, ইজিবাইক, নাগরিক সমস্যা সংকটসহ বিভিন্ন বিষয়ে বক্তব্যে উল্লেখ করেন। এছাড়া সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম সিদ্দিকুর রহমান মার্চ, এপ্রিল ও মে ২০১৮ মাসের জেলার অপরাধ চিত্রের পরিসংখ্যান উপস্থাপন করেন।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল-ফিতর উদযাপন, ঈদে সড়ক ও রেলপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভায় তাদের বক্তব্যে উল্লেখ করেন এবং এব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।