বিশ্বকাপ দেখতে সাইকেলে আড়াই হাজার মাইল পাড়ি…

37স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ বলে কথা। বিশ্বের জনপ্রিয় এই আসরের অংশ হতে সমর্থকদের পাগলামির শেষ নেই। রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ গাড়ি, বিশ্বকাপ বাড়ির পর সাইকেলে করে সুদূর ইংল্যান্ড থেকে আড়াই হাজার মাইল পাড়ি দিয়ে রাশিয়ায় যাচ্ছেন দুই যুবক।

আগামী মঙ্গলবার পর্দা উঠবে বিশ্বকাপের। রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ড থেকে সাইকেলে ২ হাজার ৪০০ মাইল পাড়ি দিয়ে রাশিয়ায় যাচ্ছেন জ্যামি ম্যারিয়ট ও মিচেল জোনস।

সাইকেলে বিশ্বকাপ যাত্রা নিয়ে ইংল্যান্ডের অধিবাসী ম্যারিয়ট জানান, বান্ধবীর সঙ্গে মধ্যাহ্নভোজের টেবিলে মজার ছলে রাশিয়া যাওয়ার কথা বলেছিলাম। বান্ধবী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সাইকেলে যেতে হবে বলেছিল ইংল্যান্ড থেকে রাশিয়া পুরো পথটাই। আমি তখনই বন্ধু মিচেলকে ফোন করি। কারণ এর আগে এমন দূরপাল্লার কঠিন রাস্তায় সাইকেলে ভ্রমণের অভ্যাস মিচেলের ছিল।ও প্রস্তাবটা সঙ্গে সঙ্গে লুফে নেয়। শুরু করে দেই প্রস্তুতি।

ম্যারিয়ট জানান, আমার বাড়ি হ্যাম্পশায়ারের এমসওয়ার্থ থেকে যাত্রা শুরু করে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন পেরিয়ে রাশিয়া ঢুকে পড়ার পরিকল্পনা করি।