যশোর শিক্ষাবোর্ড শাখা শ্রমিক লীগের কমিটি বিলুপ্তি

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর শিক্ষাবোর্ড শাখা শ্রমিকলীগের কমিটি বিলুপ্তি করা হয়েছে। ১১ জুন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে শিক্ষাবোর্ডের এই কমিটি বিলুপ্তি করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যশোর শিক্ষাবোর্ডে কর্মচারি হারুন-অর-রশিদকে সভাপতি ও মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে ২০০৯ সালের আগষ্ট মাসে জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। তবে এ কমিটির নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে গতিশীল ছিল না। সেজন্য ২০১৮ সালের ১৭ মার্চ এক পত্রের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য নেতৃবৃন্দকে সম্মেলন প্রস্তুত করতে দশদিন সময় দেওয়া হয়। কিন্তু আজও পর্যন্ত নেতৃবৃন্দ সম্মেলন করার কোন উদ্দ্যোগ নেয়নি। আর সাংগঠনিক কোন কার্যক্রম না থাকায় ২১ সদস্যের ১০ জন তারমধ্য থেকে পদত্যাগ করেছে। তাই সংগঠনকে গতিশীল করতে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে শিক্ষাবোর্ডের কমিটিকে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।