যশোরে বিভিন্ন কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরে বিভিন্ন কলেজে রোববার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। প্রথম ক্লাসে কলেজের নিয়ম-কানুন সর্ম্পকে আলোচনা করা হয়। প্রতিটি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও পাঠ্যক্রম সংশ্লিষ্ট একটি করে সিলেভাজ দিয়ে বরণ করে নেওয়া হয়।

city collageসরকারি এম এম কলেজে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া। উচ্চ মাধ্যমিক শাখার আহবায়ক মোকাররম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার, শিক্ষক পরিষদের সম্পাদক এআইএম শরীফ হোসেন, প্রফেসর শৈলেশ কুমার রায়, জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান প্রমুখ। এতে প্রায় সাতশত শিক্ষার্থী অংশ নেয়।

সরকারি সিটি কলেজে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোঃ হাসান। শিক্ষক পরিষদের সম্পাদক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সব বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। এতে পাঁচশত শিক্ষার্থী অংশ নেয়।

সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর ড.এম হাসান সরোওয়ার্দীর সভাপতিত্বে শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুবুল হক খান সহ সকল বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, গর্ভনিংবডির সদস্য বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, আব্দুল মতলেব বাবু, শিক্ষক প্রতিনিধি শাহানাজ পারভীন ও আব্দুল গফুর। এতে ৫‘শ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়।

এছাড়া উপশহর মহিলা কলেজে শিক্ষাবোর্ড কলেজে, আলহেরা কলেজে ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।