‘কবে ফিরতে পারব, কোনো ধারণা নেই’

irfanবিনোদন ডেস্ক: বলিউডের ধাপুটে অভিনেতা ইরফান খান জটিল রোগে আক্রান্ত হয়েছেন। ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’-এর চিকিৎসার জন্য বর্তমানে বিদেশে আছেন তিনি। এদিকে তার নতুন ছবি ‘করওয়াঁ’ মুক্তির অপেক্ষায়। সব কিছু ঠিক থাকলে আগামী ৩ আগস্ট মুক্তি পাবে এই ছবি। খবর: আনন্দবাজারের।

চিকিৎসাজনিত কারণে নিজের ছবির প্রোমোশনেও থাকতে পারছেন না অভিনেতা। কবে ফিরবেন তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরফান বলেন, ‘কবে ফিরতে পারব, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’

এ প্রসঙ্গে পরিচালক আকর্ষণ খুরানা বলেন, ‘ইরফানকে ছাড়া ছবির প্রোমোশন অবশ্যই আমাদের কাছে চ্যালেঞ্জিং। আর সেই চ্যালেঞ্জটা আমদের নিতেই হবে।’

ইরফানের অসুস্থতার কথা প্রকাশ্যে আসার পর চিকিৎসকরাও জানিয়েছিলেন, ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’ শরীরের যে কোনো জায়গায় হতে পারে। তবে মূলত অন্ত্র, ফুসফুস, অগ্ন্যাশয় ও এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলোতে হয়। এন্ডোক্রিন গ্ল্যান্ড ও স্নায়ুতন্ত্র থেকে এই ধরনের টিউমার তৈরি হয়।’

স্নায়ু বিশেষজ্ঞ তৃষিত রায় জানিয়েছিলেন, টিউমারগুলো থেকে ‘সেরোটনিন’ নামে একধরনের হরমোন নিঃসৃত হয়, যার ফলে রোগীর শরীরে নানা ধরনের উপসর্গ দেখা দেয়। যেমন, আচমকা রক্তচাপ বেড়ে যাওয়া, অস্বাভাবিক মাত্রায় বুক ধড়ফড়, হট-ফ্লাশ। শরীরের ঠিক কোন জায়গায় টিউমারটি হয়েছে,তার ওপরেও নির্ভর করে উপসর্গ ঠিক কী হবে। যেমন, অন্ত্রে হলে ডায়েরিয়ার মতো রোগ হতে পারে। তবে ইরফানের ঠিক কোনো ধরনের নিউরোএন্ডোক্রিন টিউমার হয়েছে তা জানা না থাকায় এ নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি চিকিৎসকরা।