রাজশাহী সিটিতে বিএনপির সমন্বয়ক গয়েশ্বর, বরিশালে আব্বাস, সিলেটে খসরু

abbas goyesor khosruডেস্ক রিপোর্ট: আসন্ন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালাতে বিএনপির স্থায়ী কমিটির তিন নেতাকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দিয়েছে দলটি।

মির্জা আব্বাসকে বরিশালে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ারের, গয়েশ্বর চন্দ্র রায়কে রাজশাহীর মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সিলেটের মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পেয়ে গয়েশ্বর চন্দ্র রায় বুধবার ঢাকা থেকে রাজশাহী গেছেন। সেখানে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে করণীয় ঠিক করতে সাবেক প্রতিমন্ত্রী কবীর হোসেনসহ একাধিক নেতার বাসায় বৈঠক করেছেন। প্রতীক বরাদ্দের পরপরই যাতে মেয়রপ্রার্থীর পক্ষে প্রচারণায় ঐক্যবদ্ধভাবে নামা যায়-তা নিয়েই মূলত এসব বৈঠকে আলোচনা হয়েছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, দায়িত্ব পেয়ে তিনি এখন রাজশাহীতে অবস্থান করছেন। স্থায়ী কমিটির অন্য দুই সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরুও তাদের কাজ শিগগির শুরু করবেন।