বিনোদন ডেস্ক: লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ২০০৫ সালে শোবিজে কাজ শুরু করেন তিনি। এরপর মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকে তাকে বেশি দেখেছেন দর্শকরা। বলা হচ্ছে অভিনেত্রী শানারেই দেবী শানুর কথা। এবার তিনি হাজির হচ্ছেন বড় পর্দায়। তার ক্যারিয়ারের প্রথম ছবির নাম ‘মিস্টার বাংলাদেশ’। ছবিটি পরিচালনা করেছেন আবু আক্তার উল ইমান।
শানু জানান, এর আগে ছবির প্রস্তাব পেলেও ব্যাটে-বলে মেলেনি তাই কাজ করা হয়ে ওঠেনি। এ ছবিটি হাতে নেয়ার অন্যতম কারণ ছবির ‘কুমু’ চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। এটা যেহেতু জঙ্গিবাদবিরোধী একটা গল্প, আর এ গল্পের মাধ্যমে তরুণ সমাজের কাছে একটা মেসেজ পৌঁছে দেয়ার বিষয় আছে তাই এ ছবিতে কাজ করতে আগ্রহী হয়েছি। ছবির শুটিং শেষ। আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে জমা হবে। বর্তমানে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির প্রচারণার কাজে আমি সময় দিচ্ছি। এইতো কয়েকদিন আগে কানাডিয়ান এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে ছবির প্রচারণার কাজে অংশ নিয়েছিলাম। সামনে আরো কিছু পরিকল্পনা আছে আমাদের। আশা করি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন।
এ ছবিটিতে শানুর চরিত্রের নাম কুমু। সে কক্সবাজারের খুব সাধারণ একটা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ‘মিস্টার বাংলাদেশ’-এ শানুর বিপরীতে দেখা যাবে খিজির হায়াত খানকে। ‘জাগো’ ছবি পরিচালনার সুবাদে তিনি মিডিয়ায় পরিচিত। হাসনাত পিয়াসকে নিয়ে খিজিরই নতুন ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন। কেএইচকে প্রোডাকশনের ব্যানারে ছবিটিতে আরো অভিনয় করছেন টাইগার রবি ও শাহরিয়ার সজীব।