বউ আমাকে ছবি পোস্টের অনুমতি দিয়েছে : শাহরুখ

sharuk gouriবিনোদন ডেস্ক: সাধারণত বলিউড বাদশাহ শাহরুখ খানকে তার সহঅভিনেত্রী ও ছেলেমেয়ের সঙ্গে সামাজিকমাধ্যমে সেলফি পোস্ট করতে দেখা যায়।

তবে তার বেগম গৌরি খানের সঙ্গে তার সেলফি দেখা যায় না বহুদিন। বহু বছর পর বলিউড বাদশা শাহরুখ খান তার বউয়ের সঙ্গে সামাজিকমাধ্যমে ছবি পোস্টের অনুমতি পেয়েছেন।

সম্প্রতি ইউরোপে ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ-গৌরি। সেখানেই বাদশা-বেগমকে সেলফিতে দেখা গেল। সেই ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।sharuk khan