যশোর সদর হাসপাতালে আধুনিক চিকিৎসার দাবি এমপি মনিরের

monirনিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আধুনিক চিকিৎসা প্রদানের দাবি করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। বৃহস্পতিবার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনে মৌখিক উত্তরদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বরাবর লিখিত প্রশ্নে তিনি এ দাবি জানান।

লিখিত প্রশ্নে তিনি বলেন, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী (স্বাস্থ্য ও সেবা বিভাগ) অনুগ্রহ করিয়া বলবেন কি, যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও নিউরো-সার্জারীসহ আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করিবার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না?’

উত্তরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সকল মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি, ডায়ালাইসিস ও নিউরো-সার্জারীসহ বিশেষায়িত আধুনিক চিকিৎসা সেবা চালু আছে। পর্যায়ক্রমে জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে। এ ধারাবাহিকতায় ভবিষ্যতে যশোরন জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।’