ধর্ম যার যার উৎসব সবার : স্বপন ভট্টাচার্য

স্টাফ রিপোর্টার: যশোর জেলা পূজা উদযাপন পরিষদের অভিষেক অনুষ্ঠানে মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সকলে একত্রে মিলেমিশে ধর্মীয় উৎসব উদযাপন করে। উৎসবে গিয়ে বোঝার উপায় থাকে না কে কোন ধর্মের মানুষ। এটাই প্রমান করে ধর্ম যার যার উৎসব সবার।

soponতিনি শুক্রবার দুপুরে শহরের নীলগঞ্জ মহাশ্মাশন মিলনায়তনে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন যশোর জেলা পূজা পরিষদের সভাপতি অসীম কুন্ড। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, যশোরের পৌর মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, নড়াইল পূজা পরিষদের সভাপতি অশোক কুন্ডু। স্বাগত বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত। আরও বক্তৃতা করেন সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দেবেন ভাষ্কার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস।

এসময় সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত নতুন কমিটির সদস্যদের সকলের সাথে পরিচিতি করিয়ে দেন।