টাঙ্গাইল: টাঙ্গাইলে জাতীয় পার্টির জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আইন বিষয়ক সম্পাদকসহ দু’শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।
শনিবার সকালে টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুককে নব যোগদানকারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের যোগদানকারীদের নাম পরিচয় পাঠ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও আইন বিষয়ক সম্পাদকসহ যুবলীগ, ছাত্রলীগের নেতারা।