ফাইনালে সেরা একাদশই ঘোষণা করল দুই দল

france vs croatiaস্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনাল। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যুদ্ধ। বাংলাদেশ সময় রাত ৯টায় রাশিয়ায় শুরু। ভেন্যু মস্কোর লুঝনিকি স্টেডিয়াম। ৮০ হাজার দর্শক গ্যালারি এর মধ্যে টইটুম্বুর। আর ফ্রান্স ও ক্রোয়েশিয়া বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে তাদের সেরা একাদশই ঘোষণা করেছে। ফ্রান্স নক আউট পর্বে সাসপেনশনের জন্য মাতুদিকে এক ম্যাচে পায়নি। বাকি একাদশ অপরিবর্তিত ছিল। রোববারের ফাইনালেও তাই। ক্রোয়েশিয়া কোচ বলেছিলেন, ইনজুরির জন্য কেউ শতভাগ ফিট না থাকলে একাদশে পরিবর্তন আনতে পারেন। কিন্তু দেখা গেল তিনিও তার সেরা যোদ্ধাদের একাদশই ঘোষণা করেছেন।

ফ্রান্স ও ক্রোয়েশিয়া এর আগে ইতিহাসে মাত্র ৫বার মুখোমুখি হয়েছে। ফ্রান্স কখনো হারেনি। দুবার জিতেছে। তিনবার ড্র করেছে।

এই বিশ্বকাপের ফাইনালে ফরাসিরা উঠে এসেছে অপরাজিত দল হিসেবে। অস্ট্রেলিয়া ও পেরুকে হারিয়েছে গ্রুপপর্বে, ড্র করেছে ডেনমার্কের সাথে। শেষ ষোলতে তারা আর্জেন্টিনাকে ৪-৩, কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে এবং সেমি ফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে।

ক্রোয়েশিয়াও রাশিয়া বিশ্বকাপের ফাইনালে খেলছে অপরাজিত দল হিসেবে। নাইজেরিয়া, আর্জেন্টিনা ও আইসল্যান্ডকে তারা হারিয়েছে গ্রুপপর্বে। শেষ ষোলতে ডেনমার্কের বিপক্ষে পেনাল্টি শ্যুট আউটে ৩-২ এ জিতেছে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়াটরা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে রাশিয়াকে। সেমি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতেছে।

ফ্রান্স একাদশ : লরিস, পাভার্ড, ভারানে, উমতিতি, হার্নান্দেজ, পগবা, কান্তে, এমবাপে, গ্রিজমান, মাতুদি, জিরুদ।

ক্রোয়েশিয়া একাদশ : সুবাসিচ, ভারসালকো, স্ট্রিনিচ, লভরেন, ভিদা, রাকিতিচ, মদ্রিচ, ব্রোজোভিচ, পেরিসিচ, মানজুকিচ, রেবিচ।

রেফারি : নেস্তর পিতানা (আর্জেন্টিনা)। সূত্র : ফিফা।