ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) পরিবর্তন করে সরকার বিএনপিকে বাদ দেবে কেন? বিএনপি নিজেরাই তো নিজেদের মাইনাস করে ফেলেছে।
রোববার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের নেতৃত্ব থেকে সরানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক।
এসময় ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) নিজেরাই তো নিজেদের মাইনাস করে ফেলেছে। দুর্নীতি না করলে তো আর দণ্ড হতো না। সাহস দেখাতে না পারার ব্যর্থতাই তো তাদেরকে মাইনাস করেছে। তাদের নেগেটিভ রাজনীতির যে ব্যর্থতা, সেই ব্যর্থতাই তাদেরকে মাইনাস করেছে। সরকার মাইনাস করবে কেন?
এসময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাহসিকতার প্রশংসা করেন তিনি। নওয়াজ দুর্নীতি মামলায় দণ্ড মাথায় নিয়ে দেশে ফিরে কারাগারে যান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যেভাবে দলের গঠনতন্ত্রের ৭ ধারা বাদ দিয়েছে, এটা মধ্যরাতের ক্যু। এটা বিএনপির নিজেদের বিরুদ্ধে, নিজেদের গঠনতন্ত্রের বিরুদ্ধে। এটা তাদের আত্মঘাতী সিদ্ধান্ত। তারা এখন আত্ম-স্বীকৃত দুর্নীতিবাজ দল।
খালেদা জিয়া ছাড়া নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া আসবেন কিনা এনিয়ে বিএনপির নিজেদের মধ্যে মতভেদ আছে। কেউ আসতে চাইবে, কেউ চাইবে না। অক্টোবরের আগে বলা যাবে না আসবে কি না।
‘তবে আমি এইটুকু বলব- নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। নির্বাচন সময় আর স্রোতের মতো কারও জন্য অপেক্ষা করবে না। কোনো দলের জন্য কোনো নেতার জন্য নির্বাচন অপেক্ষা করবে না। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া’ যোগ করেন ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, আসন্ন তিন সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনের প্রচারণা করতে গিয়ে যাতে দলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ না আসে, সেজন্য করণীয় ঠিক করতে বৈঠকে আলোচনা করেছি। ঝাঁকে ঝাঁকে সবার প্রচারণায় যাওয়ার দরকার নাই।
কোটা সংস্কার আন্দোলনের মানববন্ধনে ছাত্রলীগ হামলা চালিয়েছে- এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের এখন কমিটি নাই। ছাত্রলীগের সম্মেলনের পর এখনো কমিটি ঘোষিত হয়নি। ছাত্রলীগের নামে কেউ কিছু করেছে কিনা, এটা আমাকে জেনে বলতে হবে। আমি নিশ্চিত নই। ছাত্রলীগ নামধারী আছে কিনা সেটা আমাদের দেখতে হবে।
তিনি বলেন, পুলিশ কমিশনার আমাকে যা বলেছে, সেখানে এরকম সম্পৃক্ততা নেই। পুলিশ কমিশনার আমাকে বলেছেন- তারা তাদেরকেই গ্রেফতার করছেন, যারা ওই দিন ভিসির বাড়িতে আক্রমণ করেছে।