যশোর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম মেম্বর সুনীল শুভ রায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে আগামি আগস্ট মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ প্রত্যেক জেলার সম্মেলন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আজ যশোর জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হলো।

পার্টির চেয়ারম্যানের বিভিন্ন নির্দেশনা দলীয় নেতাকর্মীদের সামনে তুলে ধরে সুনীল শুভ রায় বলেন, নেতাকর্মীদের অনেকেই বলেন, আমরা বিরোধী দল, নাকি সরকারি দল। বিষয়টি স্পষ্ট-জাতীয় পার্টি বিরোধী দলে আছে। বিরোধী দল মানে রাস্তাঘাটে ভাঙচুর, আগুন দেয়া নয়। দেশের চরমবিরোধী দলের (বিএনপি) কি অবস্থা আপনার সবাই জানেন। কয়েক বারের প্রধানমন্ত্রী বর্তমানে জেলে আছেন। দলীয় নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে না। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতাকর্মীরা শান্তিতে আছে। রাজনীতিতে অনেক কৌশলী হতে হয়। জাতীয় পার্টিও কৌশলে আছে।
মনোনয়ন প্রসঙ্গে সুনীল শুভ রায় বলেন, পত্রপত্রিকায় অনেক প্রার্থীর নাম এসেছে। এই সব নাম দেখে নেতাকর্মীরা বিব্রত। পত্রিকায় যাদের নাম এসেছে, সেটি জাতীয় পার্টির তালিকা নয়। সেটি সংশ্লিষ্ট পত্রিকার প্রতিনিধিদের তালিকা। মনগড়া তালিকা মন খারাপের কিছু নেই। পার্টির চেয়ারম্যান যাকে যোগ্য মনে করবেন, তাকেই মনোনয়ন দিবেন। কারণ তিনি পার্টির নিবেদিত নেতাকর্মীদের বেশি চিনেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম মেম্বর মীর আব্দুস সবুর আসুক, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধু। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাড. মাহাবুব আলম বাচ্চু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ ও ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড.জহিরুল ইসলাম জহির, ওলামা পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুফতি ফিরোজ শাহ, অভয়নগর উপজেলা জাপার সাধারণ সম্পাদক শাব্বির আহমেদ, মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল মজিদ, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, যশোর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান হিরণ, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য রুহুল আমিন প্রমুখ।