যশোর শিক্ষাবোর্ডে পাশের হার ৬০ দশমিক ৪০ ভাগ, মেয়েরা এগিয়ে

স্টাফ রিপোর্টার, যশোর: এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের পাশের হার ৬০ দশমিক ৪০ ভাগ। ইংরেজি বিষয়ে পাশের হার কম হওয়ায় সার্বিক ফলাফলে মারাত্মক ভাবে প্রভাব পড়েছে।

jessore newsএবারের পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েদের পাশের হার ৬৫.৪৫ আর ছেলেদের পাশের হার ৫৫.৭১। জেলা পর্যায়ে যশোর শিক্ষাবোর্ডের প্রথমে রয়েছে খুলনা জেলা। বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রন মাধব চন্দ্র রুদ্র প্রেসক্লাব যশোরে এইচ এসসি পরীক্ষার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে এ তথ্য দিয়েছেন।

মাধব চন্দ্র রুদ্র জানান, ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের পাশের হার ছিল ৭০.০২ এবার পাশের কমেছে ১০ ভাগ। পরীক্ষায় ১ লাখ ৯ হাজার ৬শ ৯২জন অংশ নিয়েছে। এর মধ্যে ছেলে ৫৬হাজার ৮শ ২০ এবং মেয়ে ৫২ হাজার ৮শ ৭২জন। পাশ করেছে মোট ৬৬ হাজার ২শ ৫৮জন। মোট জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৮৯জন। এর মধ্যে ১ হাজার ১শ ৫৮জন ছেলে এবং ৯শ ৩১জন মেয়ে। গত বছর মোট জিপিএ ৫ পেয়েছিল ২ হাজার ৪শ ৪৭জন।

ফলাফল প্রকাশে অনুষ্ঠানে বোর্ডের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি নিয়ন্ত্রক কেএম রব্বানী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন প্রমূখ।