স্টাফ রিপোর্টার: তুরস্ক সরকার পরিচালিত তুর্কি ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির (টিকা) পক্ষ থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে অনুদান দেয়া ৪৫ লাখ টাকার ১৯টি অত্যাধুনিক মেশিনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশে অবস্থিত তুর্কি এম্বাসির আওয়াল হুসাইন এ সকল অত্যাধুনিক মেশিনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, যশোরে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার গিয়াস উদ্দীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রহিম মোড়ল, ডাক্তার হিমাদ্রি শেখর সরকার, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার গোলাম ফারুক, ডাক্তার অজয় কুমার সরকার, ডাক্তার ইলাবতি মন্ডল, সহকারী অধ্যাপক ডাক্তার এ এইচ এম আব্দুর রউফ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ওয়াহিদুজ্জামান ডিটু প্রমুখ।