স্টাফ রিপোর্টার: যশোরে সড়ক দুর্ঘটনায় দু’নারী শ্রমিক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সদর নওয়াপাড়া ইউনিয়নের উপশহর ই-ব্লকের মজনুর স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও আনসার গাজীর ছেলে শাহিনুর রহমান (৫০)।
আহত হালিমা জানান, তারা ইট ভাঙা গাড়িতে কাজ করেন। রোববার বিকাল সাড়ে তিনটার দিকে তারা হুদো রাজাপুর থেকে কাজ শেষে শহরে ফিরছিলেন। পথিমধ্যে রাজাপুর বাজার মোড় অদূরে আসলে তাদের ইট ভাঙা গাড়ির গলা ভেঙে তারা নিচে পড়ে যায়। এতে তারা দু’জন গুরুতর আহত হন। গাড়ির অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে বিকাল চারটার দিকে হাসপাতালে ভর্তি করে।