বঙ্গমার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর বঙ্গমার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের সহায়তায় ১০ মিনিট পরই আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আতাউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টা ২৩ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।