জয়া না করার কারণেই…

jayaবিনোদন ডেস্ক: ছবির নাম ‘শাহজাহান রিজেন্সি’। সাহিত্যিক শঙ্করের লেখা উপন্যাস ‘চৌরঙ্গী’কে এবার নির্মাতা সৃজিত মুখার্জী পর্দায় আনছেন। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর সঙ্গে এ নির্মাতার প্রেমের সম্পর্ক কারো অজানা নয়।

কয়েকদিন আগেও কলকাতার সংবাদমাধ্যমে তাদের প্রেমের বিষয়টি ছিল আলোচনার তুঙ্গে। কিন্তু শেষদিকে তাদের সম্পর্কে চিড় ধরে। আর সে কারণে গত পাঁচ বছর এই নির্মাতা-অভিনেতা জুটিকে একসঙ্গে দেখা যায়নি।

তবে, সব ভুলে আবারো একসঙ্গে হচ্ছেন এই আলোচিত জুটি! এবার সৃজিতের ‘শাহজাহান রিজেন্সি’ নামের ছবিতেই মুখ্য চরিত্রে পুরনো প্রেমিকাকে পাচ্ছেন নির্মাতা!

‘শাহজাহান রিজেন্সি’তে মুখ্য চরিত্রে অভিনয়ের কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। কিন্তু ছবির মহরতের আগে এই ছবিতে না থাকার ঘোষণা দেন জয়া। আর তার না করার কারণেই সেই জায়গা দখল করে নিলেন স্বস্তিকা।

এদিকে, কলকাতায় অনেকে বলাবলি শুরু করে দিয়েছেন, জয়ার কারণেই দীর্ঘদিন পর এক হতে যাচ্ছেন সৃজিত-স্বস্তিকা! যদিও এ বিষয়ে কোনো কথা বলেননি সৃজিত। ‘শাহজাহান রিজেন্সি’তে স্বস্তিকার ফেরার খবর নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত নিজেই। স্বস্তিকার সঙ্গে একটি ছবি নিজের টুইটার ও ফেসবুকে শেয়ার করে বিষয়টি ফাইনাল করলেন তিনি।

এদিকে, এর আগে সৃজিতের দুটি ছবিতে কাজ করেছেন জয়া। একটি দেশভাগ নিয়ে নির্মিত ‘রাজকাহিনি’ এবং মুক্তি প্রতীক্ষিত ‘এক যে ছিল রাজা’। ‘শাহজাহান রিজেন্সি’তে কেন অভিনয় করেননি জয়া সেটা মিডিয়ার কাছে পরিষ্কারও করেছিলেন। ঘনিষ্ঠ একটি দৃশ্যের কারণেই ছবিটি না করার সিদ্ধান্ত নেন তিনি। মণিশংকর মুখোপাধ্যায়ের ‘চৌরঙ্গী’ উপন্যাসটি প্রকাশ হয় ১৯৫৫ সালে। এর প্রেক্ষাপট গত শতকের পঞ্চাশ দশকের কলকাতার চৌরঙ্গী অঞ্চল। কাহিনীর কেন্দ্রে রয়েছে প্রেম। এই প্রেম হোটেলের অতিথি ও কর্মচারীদের মধ্যে দেখানো হয়েছে। সঙ্গে আছে বিয়োগান্ত পরিণতি! ষাটের দশকের শেষভাগে জনপ্রিয় এই উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ, সুপ্রিয়া দেবী ও অঞ্জনা ভৌমিক।