কয়লা চুরি শুরু বিএনপির আমল থেকে: হাছান মাহমুদ

hasan mahamudঢাকা: বড়পুকুরিয়া কয়লা চুরি ২০০৫ সালে বিএনপির আমল থেকেই শুরু হয়েছে। আর সেই চোরের হোতাদের আজ চিহ্নিত করেছেন শেখ হাসিনা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রাজনীতি শীর্ষক’ আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এ কথা বলেন।

তিনি আরও বলেন, কয়লা চুরির পিছনে কারা আছে এবং কোথা থেকে শুরু হয়েছিল তার সবকিছুই বেরিয়ে আসবে। আমরা ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছি।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজপথে নামার সাহস হবে না তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়, প্রেসক্লাব আর মাঝে মাঝে তাদের ঝটিকা মিছিলে দেখা যা। তারা এখন হাওয়ার সাথে মিশে থাকেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি আজ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কয়েকদিন পর পর বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি, কোটা আন্দোলন, স্বর্ণ চুরি, এখন আবার কয়লা চুরি মতো খড়কুটোর বিষয় নিয়ে টিকে থাকতে চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ তাদের কখনই ক্ষমতায় দেখতে চায় না। ইতিমধ্যে কয়েকটি সিটি নির্বাচনে তা প্রমাণিত হয়েছে।

হাছান মাহমুদ বলেন, যে নেতারা তাদের কর্মীদের রেখে দেশের বাইরে পালিয়েছে থাকে তাদের ওপর তৃণমূল নেতাকর্মীদের আর কোনো বিশ্বাস নেই। আর সেজন্যই আজকে দেশের কোথাও বিএনপি নেতাকর্মীদের মাঠে ময়দানে দেখা যায় না। কারণ মাঠে নামলে ক্ষতিগ্রস্ত হয় তৃণমূল নেতাকর্মীরাই।

সভায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশে স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ, আরব আমিরাত আ.লীগ সভাপতি আলহাজ্ব আল মামুন, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, দক্ষিণের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন পায়েল, বাংলাদেশ জাতীয় পরিষদে নেত্রী ফাতেমা তুজ জোহরা, হেদায়েতুল ইসলাম স্বপন, আনিসুজ্জামান, পাঠান, শেখ জারিফসহ প্রমুখ।